বগুড়া সংবাদ:বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. আব্দুর রহিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বগুড়ায় ফটো সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদপত্র জগতের ভাবমূর্তি রক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছে। একটি ছবির মাধ্যমে সমাজের সকল চিত্র তুলে ধরেন এবং প্রতিদিনের ঘটনাবলী সংবাদপত্রে একটি ক্লিকের মাধ্যমে ফুটিয়ে তুলেন ফটো সাংবাদিকরা। এই পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেশা। কারণ একটি ছবিই হাজারো শব্দের কথা বলে।
তিনি আরো বলেন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা ছবির মাধ্যমে দেশে সুনাম অর্জন করেছে। আগামীতে করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক কাউছার উল্লাহ আরিফের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন, কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম প্রমুখ। সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।