সর্বশেষ সংবাদ ::

কাহালুতে নকআউট ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

বগুড়া সংবাদ : গত রোববার বগুড়ার কাহালু সরকারী কলেজ মাঠে সাগাটিয়া সামাজিক উন্নয়ন ক্লাব ও সুমন ফুটবল একাডেমির যৌথ আয়োজনে নকআউট ফুটবল টুর্নামেন্ট/২৪ এর উদ্বোধন করা হয়।

উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সেনা সদস্য ও কাহালুর অন্যতম গোল কিপার আশরাফুজ্জামান (রঙ্গিন)।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাগাটিয়া সামাজিক উন্নয়ন ক্লাবের সভাপতি সুমন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য রিফারি সমুন, কাহালুর বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ জুয়েল,আজিজুল ইসলাম মুন্সি, ঠিকাদার সাইফুল ইসলাম শাহ্, ব্যবসায়ী জুয়েল আহম্মেদ, উজ্জ্বল প্রামানিক, কাহালুর সুমন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সুমন হোসেন প্রমূখ।
উদ্বোধনী খেলায় বগুড়া আদর্শ ফুটবল একাডেমি ট্রাইবেকারে ৫-৩ গোলে নওগাঁর আত্রাই ফুটবল একাডেমিকে পরাজিত করেন।
খেলা পরিচালনা করেন রফিকুল ইসলাম (মুক্তার)। তাকে সহযোগিতা করেন জাফরীয়া ও কাজল। খেলায় ধারাভাষ্যকার ছিলেন কাহালুর আল আমিন।

 

Check Also

খালদা জিয়ার সু¯তা কামনায় দুপচাঁচিয়ায় উপজলা সিএনজি মালিক সমিতির দায়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির চয়ারপার্সন ও সাবক প্রধানম¿ী দশনত্রী বগম খালদা জিয়ার দ্রæত রাগমুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *