সর্বশেষ সংবাদ ::

রানা জয়পুরহাট জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত 

রানা জয়পুরহাট জেলা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

বগুড়া সংবাদ: জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা  ও শিবগঞ্জের কৃতি সন্তান আবুবকর ছিদ্দিক রানা   ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অফ বাংলাদেশ জয়পুরহাট জেলার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সারা বাংলাদেশের ন্যায় উপ-পরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটে এ ভোটগ্রহণ শুরু হয়। এতে তপন-ডলার প্যানেল থেকে সকল প্রার্থী নির্বাচিত হয়। এ জেলায় মোট ভোটার ছিলো ১১৬ জন। ভোটাধিকার প্রয়োগ করে ১১৫জন।
উল্লেখ্য, আবু বকর সিদ্দিক রানা শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল গোফফার এর একমাত্র পুত্র।
এদিকে আবু বকর সিদ্দিক রানা ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন অফ বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শিবগঞ্জের পেশাজীবি, সুশীল সমাজ, সাংবাদিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Check Also

আদমদীঘি দলিল লেখকদের সাথে এমপি প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার অংশ মোতাবেক বগুড়া-৩ আসনের বিএনপির মনোনীত এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *