সর্বশেষ সংবাদ ::

কাহালুর লহরাপাড়ায় দুই পক্ষের মারপিটে মহিলা সহ আহত ১০ জন আটক ৪

বগুড়া সংবাদ: রোববার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের লহরাপাড়া গ্রামে দুই পক্ষের মারপিটে মহিলা সহ ৯ জন আহত হয়েছে। জানা যায় লহরাপাড়া গ্রামের সাবেক ইউ পির সদস্য হারুনুর রশিদ সহ হায়দার আলী সাথে একই গ্রামের রোস্তম ও বাদলের দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল। এর জের ধরে রোস্তম ও বাদল বহিরাগত ২৪/২৫ জন লোকজন নিয়ে গ্রামে প্রবেশ করে প্রতিপক্ষের লোকজনের উপর হামলা করলে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

আহতদের কাহালু হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কাহালু থানা পুলিশ বহিরাগত ৪ জন বগুড়া সদরের গোদারপাড়ার বাদল প্রামানিকের পুত্র বিজয় প্রামানিক (২৪), বগুড়া সদরের হরিগাড়ী ইসলামপুর এলাকার মিন্টুর পুত্র মোহন বাবু (২০), সোনা মিয়ার পুত্র আলম (২৭) ও হেলাল প্রামানিকের পুত্র রাহাদ হোসেন (২৪) কে আটক করে থানায় নিয়ে আসেন।
আহতরা হলেন লহরাপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর পুত্র আলী হোসেন (৩৫), ইদ্রিস আলী পুত্র সেলিম (২৮), সেলিমের স্ত্রী সাথী খাতুন (২২), হায়দার আলীর স্ত্রী সালমা বেগম (৩২), হায়দার আলীর কন্যা হাবিবা (১৯) ও হালিমা (১৫),আজিমের স্ত্রী রুপালী (২৪), একই গ্রামের বাদলের পিতা তছলিম উদ্দিন (৬৫), নজরুল ইসলাম লজুর পুত্র আজম (২০) ও জাহাঙ্গীরের পুত্র রিফাত (২১)।
সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার সহকারি পুলিশ সুপার ( নন্দীগ্রাম-সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

 

 

Check Also

দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *