সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

সোনাতলায় জাতীয় সমবায় দিবস উদ্যাপিত

বগুড়া সংবাদ: : ‘সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’। এ প্রতিপাদ্যে শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা অপূর্ব চন্দ্র দাস সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। তিনি বলেছেন, যারা সংগঠক তাদের জীবনমান উন্নত করতে হলে সৎ উপায়ে অর্থ অর্জন করতে হবে। নিজেকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী না হলে তাকে তার ছেলে-মেয়েরা,পরিবার ও আত্মীয়-স্বজন ভালবাসবে না,সম্মান করবে না। এটাই বাস্তবতা। তিনি আরো বলেন, বেকার যুবদের স্বাবলম্বী করার জন্য সরকার ঋণ দিচ্ছে। বিভিন্ন ধরণের প্রণোদনা দিচ্ছে। তা যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে তাদের সংসারে কোনো সমস্যা হবে না। বরং তাদের জীবন ভালোভাবে চলবে। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মহা সচিব মাহবুবুর রহমান, শিক্ষক সলিম উদ্দিন,মোঃ নুরুন্নবী,সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাকিরুল ইসলাম ও সমবায়ী ইলিয়াছ উদ্দিন। উপস্থিত ছিলেন আব্দুর রশিদ,আব্দুল লতিফ,রনি,রেজাউল করিম মাষ্টার ও শাহজাহান আলীসহ বিভিন্ন এলাকার সমবায়ীরা ।

 

Check Also

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের সাংবাদিক সম্মেলন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু সোমবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *