

বগুড়া সংবাদ: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস/২৪ইং উপলক্ষে শুক্রবার সকালে বগুড়ার কাহালু উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে এক
র্যালী বের করা হয়। র্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে কাহালু উপজেলা যুব উন্নয়ন
অফিসার গোলাম মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রেবেকা সুলতানা ডলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন। কাহালু উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মোকছেদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার আবুল কালাম, যুবদের মধ্যে বক্তব্য রাখেন মুঞ্জুয়ারা বেগম, আঞ্জুয়ারা বেগম, রফিকুল, আবু বক্কর প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও যুব
সমবায় সমিতির অনান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে ৯ জন সদস্যদের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ
করা হয়। এছাড়াও কাহালু উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা