বগুড়া সংবাদ: ‘দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ’। এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও যুবদের প্রশিক্ষণ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ জামাল সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুলতান আলী,যুব সংগঠক রায়হান রাজিব,মোঃ জিয়ন ও জান্নাতুন নাঈম। দিবসের কর্মসূচিতে বিভিন্ন এলাকার যুবরা উপস্থিত ছিলেন।
Check Also
দুপচাঁচিয়ায় মাদ্রাসার সুপারকে মারপিট করে চাঁদা দাবীর প্রতিবাদে শিক্ষক-কর্মচারী পরিবার কল্যান সংস্থার মানববন্ধন
বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের জোহাল মাটাই ও টেমা দাখিল মাদ্রাসার সুপার আবুল …