সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে এসিল্যান্ড এর গাড়ীর ড্রাইভার শামীমের   পাল্টা সংবাদ সম্মেলন

শিবগঞ্জে এসিল্যান্ড এর গাড়ীর ড্রাইভার শামীমের   পাল্টা সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ:বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুমি অফিসের এর গাড়ী চালক শামীম হোসেনের বিরুদ্ধে করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পালটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবে লিখত সংবাদ সম্মেলনে শামীম হোসেন  বলেন, গত ইং ২০-১০-২০২৪ তারিখে বগুড়া প্রেস ক্লাবে শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনর স্ত্রী স্বপ্না খাতুন আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি আমাকে জড়িয়ে প্রতারনার মাধ্যমে জমি দখলের অভিযোগ করেছেন।  তার স্বামী মারা যাওয়ার  স্বামীর ওরিশ হিসাবে মুরাদপুরে যে জমির কথা তিনি বলেছেন  প্রকৃত পক্ষে সে জমির মালিক তার ছেলের। আমি যে জমি ক্রয় করেছে সেই জমি গৃহবধূ স্বপ্নার ছেলে ইমন প্রামানিকের । আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন করেছেন। আমার প্রতিবেশী  সাজু চাচা জমিটি ক্রয় করার জন্য বাজার দরে চুক্তিবদ্ধ হয়। স্বপ্না বেগম এর ছেলে নাবলক হওয়ার কারণে আদালতের মাধ্যমি অভিভাবক মাতা নিযুক্ত হয় এবং তিনি আমাদেরকে মুরাদপুর মৌজার ১৬৩, ৯৫ ও ১৬৯ নং দাগের জমি মোট ২৮ শতক ৫৫০ বর্গ লিংক আমাদের নিকট স্বেচ্ছায় বিক্রি করেন। তিনি জমিটি সম্পাদন করার সময় এবং টাকা বুঝিয়ে নেওয়ার সময় স্বেচ্ছায় নিয়েছেন এবং স্বাপ্নার মেয়ে সাথী খাতুন এবং জনৈক আব্দুল কুদ্দুস শেখ রেজিঃ দলিলে স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন। যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।
ওই গৃহবধূ আমাকে সামাজিক ভাবে হেও প্রতিপন্ন করার উদ্দেশ্যে শিবগঞ্জ থানাসহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছে। যাহার কোন ভিত্তি নেই। আমি বা আমার পরিবারের সদস্য ওই গৃহবধুকে কোন ভয়-ভীতি বা হুমকি ধামকি প্রদান করি নাই। তারা হঠাৎ করেই আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে ঘোলা পানিতে মাছ শিকার করতেচায়। তারা একটি মহলের কু-প্ররোচনায় আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। আমার সম্পর্কে এলাকার লোকজন জানে।
সংবাদ সম্মেলনে আমার নামে ৫/৭ বিঘা জমি রয়েছে, তাহা সত্য নয়। প্রকৃত অর্থে আমার নামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ব্যতিত কোন জমি নেই। শুধু তাই নয় শংকরপুর গ্রামের একটি হিন্দু সম্প্রদায়ের জমি দখলের কথা বলা হয়েছে তা সঠিক নয়। স্বপ্না বেগম আমার নামে প্রোপাগান্ডা চালিয়ে আসছে। আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জোর দাবী জানাচ্ছি। সেই সাথে স্বপ্না বেগম কে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাচা সাজু মিয়া, ছোট ভাই আল আমিন, জহুরুল ইসলাম বাবু প্রমুখ।

Check Also

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গাবতলীতে লিফলেট বিতরণ উপজেলা বিএনপির সহ-সভাপতি  জুলফিকার হায়দার গামার 

বগুড়া সংবাদ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *