সর্বশেষ সংবাদ ::

শেরপুরে আলাল পোল্ট্রি-ফিস মিলে ভয়াবহ অগ্নিকান্ড, কর্তৃপক্ষের দাবি ক্ষয়ক্ষতি ৪৬ কোটি টাকা

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে আলাল গ্রæপের একটি সহযোগী প্রতিষ্ঠান আলাল পোল্ট্রি এন্ড ফিস মিড লিমিটেড নামের একটি মিলে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। সোমবার (২১অক্টোবর) দিনগত রাত অনুমান সাড়ে বারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট আট ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে।
অত্র প্রতিষ্ঠানের সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, হঠাৎ করেই পোল্টি এন্ড ফিস ফিড মিলের কাঁচামাল রাখার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। পরে তারা এসে জেলার আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো পাঁচটি ইউনিটকে খবর দেওয়া হয়। এরপর সব ক’টি ইউনিট প্রাণপন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ওই ব্যবস্থাপনের দাবি, অগ্নিকাÐে মিলের গোডাউনে থাকা ফিড তৈরির ৩হাজার ১৭০ মেট্রিকটন সয়াবিন, ২হাজার ৯৫ মেট্রিকটন ভুট্টো, ৯৫৫ মেট্রিকটন কেমিক্যাল সিজিএন পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে গেছে। এতে অনুমান ৪৬কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
জানতে চাইলে বগুড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল এ প্রসঙ্গে বলেন, আগুন লাগার খবর পেয়েই দ্রæত ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেন। এতে কেউ হতাহত হননি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তবে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তদন্তপূর্বক কমিটির প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল আগুন লাগার প্রকৃত কারণ জানা ও বলা সম্ভব হবে বলে জানান তিনি।

Check Also

সোনাতলায় তিনদিন ব্যাপি পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর আয়োজনে, সোনাতলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *