সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বর্ণিল আয়োজনে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়া সংবাদ: বগুড়ায় বর্ণিল আয়োজনে পালিত হলো দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী। নবপর্যায়ে যাত্রার দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো আলোচনাসভা, কেক কাটা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সংবাদপত্র হলো গণতন্ত্রের বলিষ্ঠ হাতিয়ার। মানুষের মতপ্রকাশের পাশাপাশি আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার চিত্র ফুটে ওঠে সংবাদপত্রের মাধ্যমে। কিন্তু ফ্যাসিবাদ সরকারের সময় মিডিয়াগুলো তোষামোদিতে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। তোষামোদিতে ব্যস্ত হবার কারণে জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে।
তিনি বলেন, প্রেসক্লাব মানে সকল সাংবাদিকদের আশ্রয়স্থল। প্রেসক্লাব কোনো দলের বা ব্যক্তির নয়। সেখানে যে কোন দলের বা মতের ব্যক্তি থাকতেই পারে। প্রকৃত কথা হচ্ছে যে, প্রেসক্লাবে সকলেই সাংবাদিক এটাই তাদের মূল পরিচয়।
বুধবার (১৬ অক্টোবর) বগুড়া শহরের ম্যাক্স মোটেল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য অতিথি ছিলেন বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ থান রুবেল, সাংবাদিক মিলন রহমান, আরিফ রেহমান, রাহাত রিটু।
দৈনিক কালবেলা’র বগুড়া ব্যুরো প্রধান প্রদীপ মোহন্তের সভাপতিত্বে ও সাংবাদিক কবি এইচ আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুস ছালাম বাবু, সাংবাদিক ফরহাদ শাহী।
অনুষ্ঠান শুরুর আগে বৈষম্যবিরোধি ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মি এবং কালবেলা’র বগুড়ার সকল উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

 

Check Also

বগুড়া সদরে ধানের শীষের সর্বোচ্চ ভোটে বিজয় হবে তারেক রহমানের…..মাহবুবুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া সদরে আসনে ধানের শীষে সর্বোচ্চ ভোট পেয়ে তারেক রহমান বিজয়ী হবেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *