
বগুড়া সংবাদ: বুধবার ভোর রাতে বগুড়ার কাহালু পৌর শহরের সারাই এলাকার একটি চাতাল থেকে দুটি গাভী, একটি বুকনা গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
জানা গেছে, কাহালু উপজেলার কচুয়া গ্রামের মো. বাবলু মিয়া পরিবার পরিজন নিয়ে সারাই এলাকায় প্রয়াত কাহালু সদর ইউ পির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের একটি পরিত্যাক্ত চাতালে বসবাস করতেন। সেখানেই দুটি গাভী, একটি বুকনা গরু ও একটি ছাগল পালন করেন তিনি। তিনটি গরু ও একটি ছাগলের মুল্য প্রায় ৪ লাখ টাকা। ঘটনার রাতে ঘরের তালা কেটে চোরেরা তার সবগুলো গরু ও ছাগল চুরি করে নিয়ে যায়।
বাবলু মিয়া জানান, খুবই কষ্টে অর্জিত অর্থ দিয়ে তিনি গরু ও ছাগল পালন করেন। তার এই মূল সম্বল চুরি হওয়ায় এখন কী করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। এদিক পুলিশ বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, এ বিষয়ে একটি অভিযোগ হয়েছে ও চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা