সর্বশেষ সংবাদ ::

বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শতভাগ পাশ দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৩৯জন

বগুড়া সংবাদ: বগুড়ার দুপচাঁচিয়ায় এবার এইচএসসি পরীক্ষায় ১হাজার ৭১জন পরীক্ষার্থী পাশ করেছে ও জিপিএ-৫ পেয়েছে ১’শ ৩৯জন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় দুপচাঁচিয়ায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ৩’শ ৭৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১হাজার ৭১জন। জিপিএ-৫ পেয়েছে ১’শ ৩৯জন। এদিকে দুপচাঁচিয়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হতে ২’শ ৩১জন পরীক্ষার্র্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯১জন পরীক্ষার্থী। বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রঞ্জন কুমার পাল বলেন, দক্ষ পরিচালচনা পর্ষদ, অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এ ধরনের ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে তিনি শিক্ষার্থীদের আরও কঠোর অনুশীলনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অপর দিকে আলীম পরীক্ষায় ২’শ ১৮জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২’শ ৬জন ও জিপিও-৫ পেয়েছে ২৯জন পরীক্ষার্থী। দুপচাঁচিয়া ডিএস কামিল মাদ্রাসা হতে শতভাগ পরীক্ষার্থী পাশ সহ ১৮জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবী জানান, এ বছর এইচএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে একমাত্র বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ হতে শতভাগ পরীক্ষার্থী পাশ সহ সর্বোচ্চ সংখ্যক ৯১জন পরীক্ষার্থীজিপিএ-৫ পেয়েছে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি বলেন, এ ধরনের ফলাফলের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন। সেই সঙ্গে এ ধরনের ফলাফলের ধারা অব্যাহত রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন।

Check Also

দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগ

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *