বগুড়া সংবাদ: ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য নিয়ে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপযাপন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৫অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নান আরা তিথি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাছেদ, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার, মৎস্য কর্মকর্তা(চঃদঃ) মকছেদ আলী, থানার এসআই মোসাদ্দেক, সহকারী প্রোগ্রামার সাদ্দাম হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দীপক কুন্ডু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ।
Check Also
সোনাতলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ৯১০ হেক্টর জমি
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা …