সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চাউল পট্রীতে এই চুরির ঘটনা ঘটে। এতে চোরেরা প্রায় ৬০হাজার টাকার মালামাল চুরি করে নিয়েগেছে বলে দাবি করা হয়েছে।

আবাদপুকুর বাজারের আজিজার মন্ডলের ছেলে গোলাম রাব্বানীর পল্লীস্মৃীতি ট্রেডার্স নামক কিটনাশক ওষুধের দোকানের ম্যানেজার জাহের আলী জানান,প্রতিদিনের ন্যায় বেচা কিনা শেষে সন্ধায় দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যায়। রোববার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের ছাউনির টিনের চালা কেটে চোরেরা প্রবেশ করে বিভিন্ন কিটনাশক মালামাল চুরি করে নিয়ে গেছে। তবে প্রাথমিকভাবে প্রায় ৫০/৬০হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানান তিনি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম বলেন,এঘটনায় এখনো কেউ থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। #

Check Also

সোনাতলায় মরিচ চাষের লক্ষ্যমাত্রা ৯১০ হেক্টর জমি

বগুড়া সংবাদ :   বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে ৯১০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্দ্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *