সর্বশেষ সংবাদ ::

আত্রাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক মেম্বার নিহত

বগুড়া সংবাদ:নওগাঁর আত্রাইয়ে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে নুর ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। রোববার বেলা ১১টা নাগাদ এঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ইসলামগাথী গ্রামের ছাদেক আলীর ছেলে। তিনি বিশা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন।
নিহতের পরিবারের বরাদ দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,নুর ইসলাম কাঠের ব্যবসা করতেন। পার্শ্ববতি শ্রীধর গুড়নই গ্রামে গাছ কিনে সেখানে শ্রমীক দিয়ে গাছ কাটার কাজ করছিলেন। এসময় গাছকাটা ইলেক্ট্রিক মেশিনে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন নুর ইসলাম। তাকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত্যু ঘোষনা করেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকবর্তা।

Check Also

সোনাতলায় মহিলাদের মাঝে এস্পা’র সেলাই মেশিন ও কাপড় বিতরণ

বগুড়া সংবাদ :: সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুরে পার্সন প্রোগ্রেস এসোসিয়েশন (এস্পা)-এর উদ্যোগে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *