সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রামে লুন্ঠিত গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার দুই

নন্দীগ্রামে লুন্ঠিত গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার দুই
বগুড়া  সংবাদ:  বগুড়ার নন্দীগ্রামে গ্রামীণ সড়কে গভীর রাতে পিকআপ নিয়ে ঘুরতো একটি সংঘবদ্ধ চোর চক্র। সুযোগ বুঝে বাড়ি ও গোয়াল ঘরের সিঁধ কেটে গরু লুট করে হাটে বিক্রি করতো। আলোচিত গরু চুরির ঘটনায় সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গরু এবং চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।
শনিবার চুরির ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে দুইজনকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ। এর আগে শুক্রবার ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাটে চোরাই গরু বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। চোর চক্রের সদস্যরা হলো- বগুড়া শহরের মালতিনগর এলাকার মৃত মাজেদের ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (৪২) ও শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে নন্দীগ্রাম পৌর সদরের বৈলগ্রাম মহল্লার সোহরাব হোসেন বাবলুর ঘরের সিঁধ কেটে সাত লাখ টাকা মূল্যের নয়টি গরু চুরি হয়। এ ব্যাপারে শুক্রবার থানায় মামলা দায়েরের পরই অভিযানে নামে পুলিশ। থানার ওসি মো. তারিকুল ইসলাম নিজেই ঘটনার তদন্ত করছেন। তথ্য প্রযুক্তির ব্যবহারে চুরির ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্রের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গরু চুরির ঘটনায় জড়িতদের সনাক্ত করার পর ধুনট উপজেলার কান্তনগর সোনামোয়া পশুর হাটে এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তারা চোরাই গরু বিক্রি করতে গিয়েছিল। গ্রেপ্তারকৃতরা গরু চুরি চক্রের সঙ্গে সরাসরি জড়িত। তাদের কাছ থেকে উদ্ধার করা চারটি গরুর মালিকানা যাচাই করা হচ্ছে।

Check Also

কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *