বগুড়া সংবাদ: শেরপুর প্রেসক্লাবে আয়োজনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের মৃত্যুতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য দেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলু, আমেরিয়া সমুতুল্যা মহিলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, নির্বাহি সদস্য আব্দুল হামিদ, সাংবাদিক আব্দুর হামিদ প্রমুখ।
উল্লেখ, মরহুম শফিকুল ইসলাম শফিক মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক মানবজমিন পত্রিকায় কর্মরত ছিলেন।
Check Also
ধুনটে রিক্সা চালকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ
বগুড়া সংবাদ: বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে এক রিক্সা চালকের বসতবাড়িতে হামলা চালিয়ে …