বগুড়া সংবাদ : বগুড়ায় সৌরভ ব্যাডমিন্টন ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।বগুড়ায় মালতি নগরে সৌরভ ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এই ফাইলান খেলা গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী এই টুর্নামেন্ট গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সৌরভ ব্যাডমিন্টন ক্লাব এ ইনডোর শুরু হয়।
বাংলাদেশের বিভিন্ন জেলা যেমন ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, চুয়াডাংগা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, জয়পুরহাট, দিনাজপুর ও আরও অন্যান্য জেলা থেকে আগত র্যাঙ্কিং ৮ টি দল এবং নন র্যাংকিং এ ২৪ টি দল অংশগ্রহণ করে। নন র্যাংকিং এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে বগুড়ার রবিন ও বিশাল কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের আরাফাত এবং সনেট। র্যাংকিং টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন হয় ঢাকার জুমার ও ওহিদুল। রানার্স আপ হয় বগুড়ার লিপ্টন ও শুভ । পরবর্তীতে উভয় দলকেই ক্রেস্ট এবং প্রাইজ মানি প্রদান করেন আগত অতিথিবৃন্দ ।
উল্লেখ্য যে, ব্যাডমিন্টন খেলাকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্লেয়ার তৈরি করার উদ্দেশ্যে ব্যক্তিগত ভাবে সৌরভ ব্যাডমিন্টন ক্লাব যাত্রা শুরু করে ২০২১ সালে। মালতিনগর এম এস ক্লাব মাঠের পশ্চিমে অবস্থিত উক্ত প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব জহুরুল আলম খান এবং পরিচালক মো: ফাহিম ফয়সাল খান সৌরভ। আয়োজকরা বলেন এই টুর্নামেন্টে দর্শকরা দারুণ উপভোগ করেছেন। আগামীতে আরও বৃহত্তর পরিসরে টুর্নামেন্টের আয়োজন করা হবে।
Check Also
কাহালুর মুরইলের ৮টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও
বগুড়া সংবাদ : বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের সমান্তাহার পোড়াপাড়া এলাকায় মেসার্স মুনসুর কোল্ড …