বগুড়া সংবাদ :দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা, সারিয়াকান্দি) সংসদীয় আসনের আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী ওই আসনের বর্তমান এমপি সাহাদারা মান্নান বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীক নিয়ে ৫১৪৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তবলা প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থী বেগম শাহজাদী আলম লিপি পেয়েছেন ৩৫ হাজার ৬৮৭ ভোট।
এই আসনের বিজয়ী প্রার্থী সাহাদারা মান্নান সাবেক এমপি ও আওয়ামীলীগের প্রাক্তন কেন্দ্রীয় নেতা মরহুম আব্দুল মান্নানের স্ত্রী। একাদশ সংসদের এমপি আব্দুল মান্নানের মৃত্যু হলে উপনির্বাচনে তিনি দলীয় মনোনয়নে বিজয়ী হয়েছিলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি দলের মনোনয়নে পুনরায় এমপি নির্বাচিত হলেন।