বগুড়া সংবাদ,: স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশের দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে অপসারণ করে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.এম ইমরুল কায়েসকে
প্রশাসক নিয়োগ করা হয়েছে। ২০আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় মেয়রের কক্ষে নবনিযুক্ত প্রশাসক পি.এম ইমরুল কায়েস পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলগণ, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকলেছার রহমান বাবু, যুবদল নেতা শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, ছাত্রদল নেতা রাকিব হাসান সানি, ঠিকাদার হাসান আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার দান, যুগ্ম সম্পাদক এম,ডি শিমুল, সাংবাদিক কেএম বেলাল
প্রমুখ। দায়িত্বপ্রাপ্ত প্রশাসক পি.এম ইমরুল কায়েস বলেন, সরকারের মুল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যানকর করা। এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।
Check Also
বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি
বগুড়া সংবাদ: বগুড়ার শেরপুরে একটি আঞ্চলিক সড়কে গাছ ফেলে মহিষ বোঝাই ট্রাকে ডাকাতি হয়েছে। ট্রাকের …