সর্বশেষ সংবাদ ::

এইচএসসির স্থগিত পরীক্ষা শুরু ১১ সেপ্টেম্বর, সূচি প্রকাশ

 

বগুড়া সংবাদ :কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত করার পর আগামী ১১ সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) আন্তঃশিক্ষাবোর্ড থেকে স্থগিত হওয়া পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

স্থগিত তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ১১ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর এবং ব্যবহারিক পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২৩ অক্টোবর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।

Check Also

(শোক সংবাদ) সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের ইন্তেকাল

বগুড়া সংবাদ:    বগুড়ার সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলিমউদ্দিনের হঠাৎ অসুস্থ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *