সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা 

আদমদীঘিতে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা
বগুড়া সংবাদ : দেশে চলমান পরিস্থিতিতে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে সম্প্রীতি রক্ষায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে তাদের খোঁজ খবর নেন এবং সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন। গতকাল শনিবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে  বগুড়ার আদমদীঘি উপজেলা  বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা  ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক  আবু হাসান, সিনিয়ন সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি কামরুল হাসান মধু, ফরিদুল হক মুক্তা, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক দুলাল হোসেন, বিএনপি নেতা আবু তালেব দুলাল, মুনছুর আলী, আজমল হোসেন, যুবদল নেতা জুয়েল রানা, কোরবান আলী, রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহম্মেদ কাওছার দ্বীপ প্রমুখ।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেন, হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য উপজেলা বিএনপি অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করবে। আমাদের হিন্দু ভাইয়ের সাথে যে কেউ অন্যায় অত্যাচার করলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আপনারা আমাদের ভাই। আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই।

Check Also

১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী পশ্চিম  বাজার এলাকায় একটি ভাংড়ি দোকানে বৈদ্যুতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *