বগুড়া সংবাদ : দেশে জেলা, উপজেলা ও পৌরসভার রাস্তাগুলো গত কয়েকদিনে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বগুড়ার দুপঁচাচিয়া উপজেলা সহ তালোড়া পৌর এলকায় বিক্ষুদ্ধ জনতা ও দুর্বৃত্তরা বঙ্গবন্ধু চত্ত¡রসহ বিভিন্ন স্থানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে করে রাস্তাঘাটে ইট পাটকেলসহ আবর্জনা জমা হয়। গত ৮ আগস্ট বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ তালোড়া পৌর এলাকার শিক্ষার্থীদের উদ্যোগে ও তালোড়া পৌরসভার সহযোগিতায় এ সব আবর্জনা পরিষ্কার করেন শিক্ষার্থীরা। এদিন তালোড়া রেলঘুমটি এলাকায় আবর্জনা পরিষ্কার করা হয়। এতে তালোড়া পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।
Check Also
শাজাহানপুরে কৃষকলীগ নেতা পিস্তলসহ গ্রেপ্তার
বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে রায়হান আলী (৩৩) নামে এক কৃষকলীগ নেতাকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার …