সর্বশেষ সংবাদ ::

১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, পুড়ে গেছে প্রশ্ন

১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, পুড়ে গেছে প্রশ্ন

বগুড়া সংবাদ :কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। সে কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাব।

তপন কুমার সরকার আরও বলেন, বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে। এগুলো আবার নতুন করে ছাপাতে হবে।

এর আগে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে দেশব্যাপী সহিংসতার কারণে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় মোট আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হলেও প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় এবার সেটিও স্থগিত করা হয়েছে।

 

Check Also

গাবতলী দক্ষিণপাড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্থানান্তর ইস্যুতে আদালতের তদন্ত কমিটির পরিদর্শন

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি: বৃহস্পতিবার বগুড়ার গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *