সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ

বগুড়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ

বগুড়া সংবাদ :  বগুড়ায় পুলিশের বাধা ভেঙে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীদের গুলি করে হত্যা, গণগ্রেপ্তার ও সমন্বয়কদের আটকের প্রতিবাদে আজ সোমবার বিকেলে তাঁরা ওই বিক্ষোভ মিছিল করেন। আন্দোলনকারীরা শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মন্দির মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়ক হয়ে জেলখানা লাবাম্বা মোড় থেকে আবারও কালীবাড়ি মোড়ে ফিরে এসে রহমানিয়া সিটির সামনে শহীদ আবদুল জব্বার সড়ক অবরোধ করে সমাবেশ করেন। এ সময় শহীদ আবদুল জব্বার সড়ক ছাড়াও রোমেনা আফাজ সড়ক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়ক ও জলেশ্বরীতলা নূর মসজিদ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।রহমানিয়া সিটির নিচে সমাবেশ করেন।আজ বিকেল পৌনে পাঁচটায় প্রায় আধা ঘণ্টাব্যাপী মিছিল, সমাবেশ থেকে শিক্ষার্থীরা তাঁদের ৯ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ ছাড়া আগামীকাল মঙ্গলবারের মধ্যে আন্দোলনকারীরা রাজনৈতিক মতাদর্শের বাইরে ‘বগুড়া জেলা সমন্বয়ক কমিটি’ ঘোষণা করা হবে বলে জানান।এ সময় আন্দোলনকারীরা ‘জেগেছে যে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘তুমি কে, আমি কে সমন্বয়ক, সমন্বয়ক’ ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘শিক্ষাথীদের বুকে গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দেন।বিকেল থেকেই শহরে শিক্ষাথীদের মিছিল ঠেকাতে তৎপর ছিল পুলিশ। একসঙ্গে একাধিক শিক্ষার্থী দেখামাত্র তল্লাশি ও আটক করেছে।পুলিশের তৎপরতা সতর্ক পাহারার মধ্যেই শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় থেকে মিছিল বের করা হয়। পুলিশ মিছিল ঠেকাতে তৎপর থাকলেও শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে মিছিল বের করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাকী সড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট মুহূর্তে বন্ধ হয়ে যায়। পুলিশ সাধারণ পথচারী ও রিকশাচালকদের সেখান থেকে সরিয়ে দেন।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *