দুপচাঁচিয়ায় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল

দুপচাঁচিয়ায় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল

বগুড়া সংবাদ :বগুড়ার দুপচাঁচিয়ায় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৮জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় দুপচাঁচিয়া বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ বিক্ষোভ
মিছিল বের করে। বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল বের করলে দুপচাঁচিয়ার স্থানীয় নেতারা ও পুলিশ বিক্ষোভকারীদের বার বার বুঝিয়ে পরিবেশ শান্ত রাখার চেষ্টা করেন। এ অবস্থায় বেলা ১১টায় বিক্ষোভকারীরা সকল বাধা নিষেধ উপেক্ষা করে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার’ এ শ্লোগান দিতে দিতে বিক্ষোভ মিছিল নিয়ে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের দিকে যেতে থাকে এবং পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ অবস্থা স্বাভাবিক করতে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় আন্দোলনকারী ৪জন যুবককে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথির নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি বিভিন্ন সড়কে টহল দেয়। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে লাঠি লার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। আন্দোলনকারী ৪জন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এ উপজেলার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *