
বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন এতথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদর (৪৮), কৃষি বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম (৪০) ও উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রউফ রুবেল (৪২)। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন জানান, গত ১৯ নভেম্বর রাতে উপজেলার ইউসুবপুর-তেঘরি এলাকায় মহাসড়কে চলন্ত ট্রাক ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।