সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় পৌর কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু

পত্নীতলায় পৌর কাউন্সিলরের রহস্যজনক মৃত্যু
বগুড়া সংবাদ : – পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিতু (৪৫)র রহস্য জনক রহস্য জনক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার পাটিচরা ইউপির সালিগ্রাম বুড়িদহ বিল থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করেছে।
মৃত মিজানুর রহমান মিতু পৌরসভার ছোট চাঁদপুর এলাকার মোহাম্মদ আফছার আলী মন্ডলের ছেলে। তিনি নজিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
নিহতের স্বজন ও পত্নীতলা থানা পুলিশ সূত্রে জানাগেছে, রবিবার সকালে স্থানীয় লোকজন বুড়িদহ বিলের পানিতে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় কাউন্সিলর মিজানুর রহমানের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মিজানুর রহমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিজানুর রহমান মিতু মাদকাসক্ত ব্যক্তি ছিলেন। এ কারণে তাঁর স্ত্রী-সন্তানেরা কেউ তার সঙ্গে থাকেন না। শনিবার সকাল আনুঃ ১০টায় তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত অবস্থায় বিলের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানাযাবে। এব্যাপারে পত্নীতলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Check Also

১৩ ডিসেম্বর বগুড়ার কাহালু থানা হানাদার মুক্ত দিবস

  বগুড়া সংবাদ : বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুই লক্ষ মা-বোনের সম্ভম ও ত্রিশ লক্ষ শহীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *