বগুড়ায় এনআরবিসি ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনায় দু’জন গ্রেপ্তার

বগুড়ায় এনআরবিসি ব্যাংকের ভল্ট ভেঙে চুরির ঘটনায় দু’জন গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ায় এনআরবিসি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি লুণ্ঠিত টাকার মধ্যে দেড় লক্ষাধিক টাকা উদ্ধার করেছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেইসঙ্গে লুণ্ঠন কাজে ব্যবহৃত সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে অবস্থিত আইএফআইসি ব্যাংকের চুরির ঘটনায় রহস্য উদঘাটনের পর ওই চুরিতে জড়িত বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের মৃত ফারাজ মুন্সীর ছেলে জাহিদুল ইসলামকে(২৯) দু’দিনের রিমাণ্ডে নেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে সে গত ২৭ জানুয়ারি সদর থানায় দায়ের হওয়া এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল হাট উপশাখায় চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তার তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে ওই ব্যাংক থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ৫৭ হাজার ২৫০ টাকা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।

সেইসঙ্গে ওই ঘটনায় তার সহযোগী গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ার বাসিন্দা মৃত সিরাজ শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ মিঠু (৪০)কে গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে লুণ্ঠিত টাকার মধ্যে এক লাখ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

পরে তাদের দু’জনের দেখানো জায়গা থেকে ওই ব্যাংকে চুরির কাজে ব্যবহৃত ব্যাংকের ভল্ট ভাঙার একটি টায়ার লিভার, একটি স্লাইরেঞ্জ ও একটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। এনআরবিসি ব্যাংকের ওই উপ শাখা হতে ভল্ট ভেঙে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা চুরি হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আসামি জাহিদুলের বিরুদ্ধে ২টি চুরির মামলা এবং মিঠুর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মারপিটের ৬টি মামলা বিচারাধীন। এই মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। গ্রেপ্তার ২জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *