বগুড়া সংবাদ : মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, সরকারের বৃহৎ প্রকল্পসমূহ এবং সরকারের উন্নয়নসমূহ জনসাধারণকে অবহিতকরনের লক্ষ্যে বগুড়া জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বগুড়া সদরের নামুজা এসএসআই ফাজিল(ডিগ্রী) মাদ্রাসায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের কর্মকর্তা হানজালাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ রাগেবুল আহসান রিপু।
তিনি বলেন, আগের যুগে যারা লেখা পড়া জানতো না তাদের কে আমরা মূর্খ বলতাম আর এখন বর্তমান স্মার্ট যুগে যারা ডিভাইস কম্পিউটার, মোবাইল ব্যবহার করতে পারেনা তারাও শিক্ষিত মূর্খ,তিনি প্রশিক্ষনের মাধ্যমে এখন কার শিক্ষিত ছাত্র ও যুব সমাজকে স্মার্ট নাগরীক হিসাবে গড়ে উঠার আহ্বান জানান।
তিনি আরোও উন্নত দেশগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কারন তারা ইংরেজি ভাষাকে ভালোভাবে রপ্ত করেছে এবং ছাত্র জীবন থেকেই কারিগরি শিক্ষা গ্রহন করে দক্ষ নাগরিক ও উদ্ভাবক হিসেবে দেশ ও জাতির কল্যানে কাজ করছে। এজন্য তিনি আমাদের দেশের ছাত্র সমাজে ছোটবেলা থেকেই বাংলা, আরবির পাশাপাশি ইংরেজি ভাষা শেখার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন। তিনি বলেন, দেশ ও জাতি উন্নত করতে হলে সর্ব প্রথম আমাদের ছেলে মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নীতি নৈতিকতা ও একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাল্য বিবাহকে না বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নারীদের অধিকার আদায় ও নারী ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীরা আরও পিছিয়ে নেই। বিভিন্ন সরকারি ও বেসরকারী দপ্তরে নারীরা কাজ করে যাচ্ছে।
সমাবেশে আরোও বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ মাহফুজার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য সহকারী ফিরাজুল হক ডাবলু,মাদ্রাসার অধ্যক্ষ রোস্তম আলী,যুবলীগ নেতা প্রভাষক এমএ মজিদ,সফিকুল ইসলাম শফিক,আরিফ আপেল,জহুরুল ইসলাম,রফিকুল ইসলাম সাজু,ছাত্রলীগ নেতা কাজল আহম্মেদ,জাহিদ হাসান আকরামিনসহ অত্র মাদ্রাসার সকল শিক্ষক অভিভাবক সদস্য ও ছাত্রীবৃন্দ।
Check Also
এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির
বগুড় সংবাদ : উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি একেএম আহসানুল …