সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত, আহত ৩০

 

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত, আহত  ৩০

বগুড়া সংবাদ : বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জন নিহত, আহত ৩০
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন  নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার (৭ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হয়ে ১০০ গজ আসতে রাস্তার পাশে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং আরেকজন নারী মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছে। তার নামপরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার খবরে জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে এসেছেন।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *