বগুড়া সংবাদ :বগুড়ার ধুনটে ৪০ বোতল ফেন্সিডিলসহ জলি রানী স্বরস্বর্তী (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ধুনট সদরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী জলি রানী স্বরস্বর্তী ধুনট সদরপাড়া এলাকার মৃত নিখিল চন্দ্র সাহার স্ত্রী।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেফতারকৃত ওই নারী দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।