সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ৪৭টি ব্যাংক নিয়ে স্কুল ব্যাংকিং কনফারান্স অনুষ্ঠিত

বগুড়ায় ৪৭টি ব্যাংক নিয়ে স্কুল ব্যাংকিং কনফারান্স অনুষ্ঠিত
বগুড়ায় ৪৭টি ব্যাংক নিয়ে স্কুল ব্যাংকিং কনফারান্স অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেছেন, ব্যাংক হলো আস্থার জায়গা, ব্যাংকে রাখা অর্থ দু:সময়ে কাজ দেবে। সকল ব্যাংক ঋণ দিয়ে থাকে। আজকের ব্যাংক এ্যাকাউন্ট আগামীদিনে শিক্ষার্থীদের প্রয়োজনের ৫ লাখ টাকা ঋণ দেবে। যেন একজন শিক্ষার্থী তার নিজের শিক্ষার খরচ বহন করতে পারে। শিক্ষার্থীদের স য়ী মনোভাব করে গড়ে তুলতে হবে। এ পর্যন্ত দেশে ৪৩ লাখ স্কুল ব্যাংক এ্যাকাউন্ট খোলা হয়েছে। স্কুল ব্যাংকিংয়ের জন্য ব্যাংকে কর্মরত জনশক্তিতে আরো সেবা দিয়ে দেশের অর্থনীতি ও স্কুল ব্যাংকিংকে এগিয়ে নিতে হবে। জন্মনিবন্ধন যেভাবে নিশ্চিত করছে সেই একই ভাবে শিক্ষার্থীদের ব্যাংক এ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের স্কুল ব্যাংক এ্যাকাউন্টে কোন সার্ভিস চার্জ হয় না। সকলে মিলে স্কুল ব্যাংকিংয়ে যদি সফল হতে পারি তবে স্কুল ব্যাংকিং স্মার্ট বাংলাদেশ বির্নিমাণের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
শনিবার সকালে বগুড়া শহরের নবাববাড়ির হোটেল একাত্তর এর অডিটোরিয়ামে মার্কেন্টাইল ব্যাংকের নেতৃত্বে ৪৭টি ব্যাংক কর্তৃক আয়োজিত স্কুল ব্যাংকিং কনফারান্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
’’আজকের স য়ের অভ্যাসগুলো গড়ে দেবে ওদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ” শ্লোগানে স্কুল ব্যাংকিং কনফারেন্সে মার্কেন্টাইল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক ডিএমডি আদিল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার নির্বাহী পরিচালক চলতি দায়িত্বে মোঃ শাহেদ আলী, বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা হযরত আলী। স্বাগত বক্তব্য রাখেন, মার্কেন্টাইল ব্যাংকের পিএলসির আ লিক প্রধান মোঃ মতিয়ার রহমান, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম, মার্কেন্টাইল ব্যাংকের বগুড়া শাখার ম্যানেজার মোঃ আলাউদ্দীন। বক্তব্য প্রদান করেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষক জহুরুল হক, ভান্ডারী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী লামিয়া আকতার প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। স্কুল ব্যাংকিং কনফারেন্স ৪৭ ব্যাংক কর্মকর্তা ও স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

বগুড়া সংবাদ:বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *