সর্বশেষ সংবাদ ::

গরু মারা যাওয়ার ঘটনায় আদমদীঘির বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন প্রাণীসম্পদ বিভাগের বিশেষঞ্জ দল

গরু মারা যাওয়ার ঘটনায় আদমদীঘির বিভিন্ন গ্রাম পরিদর্শন করলেন প্রাণীসম্পদ বিভাগের বিশেষঞ্জ দল

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা’সহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেছেন ঢাকা থেকে আসা প্রাণীসম্পদ বিভাগের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। শুক্রবার এই প্রতিনিধি দলটি দিনভর যে সকল গ্রামে সবচেয়ে বেশি গরু রোগে আক্রান্ত হয়েছে সেই গ্রাম পরিদর্শন করেন। এ সময় বগুড়া জেলা প্রাণীসম্পদ বিভাগের চিকিৎসক দল তাঁদের সহযোগীতা করেন। উপজেলার দমদমা গ্রামে মাত্র ১৪ দিনের ব্যবধানে ২১টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটে । গত বৃহস্পতিবার বগুড়া জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ওই গ্রাম পরিদর্শনে করেন । শুক্রবার ঢাকা থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল মারা যাওয়া ও রোগে আক্রান্ত গরু মালিকদের সাথে কথা বলেন ।  খুড়া ও ল্যাম্পী স্কিন রোগে একই গ্রামে অল্প সময়ের ব্যবধানে অনেক গরু মারা যাওয়া ও এসব রোগে একাধিক গরু আক্রান্ত হওয়ার সংবাদ বিভিন্ন গণমাধ্যেমে প্রকাশিত হওয়ার পর উচ্চ পর্যায়ের বিশেষঞ্জ দল এলাকা পরিদর্শনে আসলেন। হঠাৎ করে একই গ্রামে এতগুলো গরু মারা যাওয়ায় ওই গ্রামসহ আশপাশের গ্রামে গরুর মালিকদের মাঝে চরম আতংক ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে দমদমা গ্রামের পূর্বপাড়ায় হাসান আলীর প্রায় ১৪ মন   ওজনের ফ্রিজিয়ান ষাঁড় খুড়া রোগে আক্রান্ত হয়ে মারা   যায়। একই দিন সকালে গ্রামের দক্ষিন পাড়ায় ভুট্রু নামের আরেক কৃষকের একটি গরু মারা যাওয়ার ঘটনা ঘটে। এর আগে ওই গ্রামের নজরুল ওরফে নজুর ও রবিউলের দুটি, পিন্টু, ফেরদৌস, চাঁন মিয়া, নান্টু, মেজর, বগা মিয়া, রায়হান ও বাদলের একটি করে গরু’সহ মোট ২১টি গরু মারা যায় ।

এ বিষয়ে জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আনিছুর রহমান বলেন, শুক্রবার প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমারের দাপ্তরিক চিঠি পেয়ে ওই অধিদপ্তরের অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিয়া সুলতানা ও ডা. মো, মহিবুল্লাহসহ কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষনাগারে প্রতিনিধিবৃন্দ ক্ষতিগ্রস্ত গরু মালিক ও এলাকা পরিদর্শন করেন ।

Check Also

এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির

বগুড় সংবাদ :  উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি একেএম আহসানুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *