বগুড়া সংবাদ : বগুড়ার নন্দীগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের মাঝে ৭০হাজার টাকা আর্থিক অনুদানের সহায়তা চেক বিতরণ করা হয়েছে। চিকিৎসা ও শিক্ষা সহায়তাকে গুরুত্ব দিয়ে ৮টি পরিবার ও ৬জন শিক্ষার্থীকে অনুদান দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সহায়তার চেক বিতরণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা সবাজসেবা অফিসার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ, মোরশেদুল বারী, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া প্রমুখ।
Check Also
সারিয়াকান্দিতে সরকারি খাদ্য গুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন
বগুড়া সংবাদ : বগুড়ার সারিয়াকান্দিতে অনলাইন অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লটারী ও …