সর্বশেষ সংবাদ ::

নন্দীগ্রাম পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নন্দীগ্রাম পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট ঘোষণা
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ২৪ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ১৮০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান এ বাজেট ঘোষণা করেন। পৌরসভার বাজটে এবারও নতুন করে কর আরোপ করা হয়নি।
ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ১৮০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৫ লাখ ৪৯ হাজার টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ১৮ লাখ ২৩ হাজার ১৮০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ২০ কোটি ৬ লাখ ৩ হাজার টাকা।
পরে পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে বাজেট অধিবেশন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, শফিউল আলম, শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি এ কে এম ফজলুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জল, আবু সাঈদ মিলন প্রমূখ।

Check Also

বগুড়ায় নারীর দিয়ে ফাঁদ পেতে অপহরণ , ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি ,তুফানের ভাইসহ গ্রেফতার ৭

বগুড়া সংবাদ : বগুড়া জেলা গোয়েন্দা শাখা বগুড়ার বিশেষ অভিযানে অপরহণ হওয়ার ২ ঘন্টার মধ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *