সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে পুকুরে গোসলে নেমে ৬ বছরের শিশুর মৃত্যু

বগুড়া সংবাদ বগুড়ার আদমদীঘির প্রত্যন্ত পল্লীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিয়াদ নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই হ্নদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার কুন্দগ্রাম পশ্চিমপাড়া গ্রামে। মৃত ওই শিশুটি কুন্দগ্রাম পশ্চিমপাড়ার জাকারিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা আবু রায়হান জানান, বৃহস্পতিবার সকালে বাড়ীর পাশে একটি খলিয়ানে শিশু রিয়াদ সহ ৩/৮ জন শিশু খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে রিয়াদ সহ ওই শিশুরা বাড়ীর অদুরে একটি পুকুরে গোসল করতে নামে। এদের মধ্যে রিয়াদ নামের শিশুটি পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখোঁজির এক পর্যায়ে পানিতে ভাসমান অবস্থায় রিয়াদকে দেখতে পেয়ে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Check Also

রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি

বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *