ঈদুল আজহা উপলক্ষে , নিরাপত্তা নিশ্চিতে মধ্য রাতে ব্যাংক পরিদর্শনে ওসি রাজেশ কুমার চক্রবর্তী

ঈদুল আজহা উপলক্ষে , নিরাপত্তা নিশ্চিতে মধ্য রাতে ব্যাংক পরিদর্শনে ওসি রাজেশ কুমার চক্রবর্তী

বগুড়া সংবাদ : আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতে মধ্য রাতে ব্যাংকের নিরাপত্তার জন্য পরিদর্শন করছে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী।গত শুক্রবার রাতে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিভিন্ন ব্যাংকের নিরাপত্তার জন্য পরিদর্শন করে আদমদীঘি থানা পুলিশ। পৌর শহরের প্রায় ১২ টি ব্যাংকে নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করে বিভিন্ন পরামর্শ দেন থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী। ঈদে বিভিন্ন নৈরাজ্যের আশঙ্কাও থাকে। যার কারণে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি তৎপরতা বাড়িয়েছে আদমদীঘি থানা পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার মধ্য রাতে আদমদীঘি সদর, সান্তাহার পৌর শহর, নশরতপর এলাকার বিভিন্ন ব্যাংক পরির্দশন করে থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার, উপ-পরিদর্শক মেহেদী হাসান, আজিমুল ইসলাম, মিলন হোসেন প্রমুখ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসন্ন ঈদ উপলক্ষে সড়কে যে কোনও ধরনের নৈরাজ্য বন্ধ এবং সড়ক যানজট মুক্ত রাখতে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে আদমদীঘি থানা পুলিশ । এছাড়া বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন ব্যাংকের নিরাপত্তা কর্মী আছে কিনা এই সব নিশ্চিত করতে পুলিশ মাঠে রয়েছে।

Check Also

নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা

বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *