সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘিতে প্রবাসীর স্ত্রীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী আদরী বেগম (৩৫) নামের গৃহবধুর গলায় ওড়নার ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাতাপুর গ্রাম থেকে ওই গৃহবধুর মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত আদরী বেগম উপজেলার চাঁপাপুর ইউনিয়নের  মাতাপুর গ্রামের সৌদি আরব প্রবাসী ওবায়দুলের স্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার আদরী বেগম তার সন্তানদের নিয়ে রাতের খাবার শেষে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপর স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, মরদেহটি উদ্ধার করা হয়ে এবং ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Check Also

এদেশের ছাত্র-জনতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করায় হাসিনা দেশ থেকে পালিয়েছে -জাকির

বগুড় সংবাদ :  উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি একেএম আহসানুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *