বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে পঞ্চগড় গামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ১ ঘন্টা বন্ধ ছিল এই রুটের ট্রেন চলাচল। রোববার (১২ মে) বেলা সাড়ে ১১ টার দিকে দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে উপজেলার সান্তাহার ঢাকার রোড এলাকায়। এতে এই রুটে চলাচল কারী সকল আন্তঃনগর ও কমিউটার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টা পড় সান্তাহার জংশন স্টেশন থেকে একটি বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আদমদীঘি স্টেশনে নিয়ে আসে। প্রায় দুই ঘন্টা বিলম্বে আদমদীঘি স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন দিয়ে ট্রেনটি পঞ্চগড়ের দিকে ছেড়ে যায়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
