বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। ৬ মে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা
থাকলেও ভোটার তালিকা ক্রটিপূর্ণ থাকায় নির্বাচন স্থগিত করেন কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. ফরহাদুল ইসলাম। গত ২১ এপ্রিল স্থানীয় ভাবে মাইকিং এর মাধ্যমে ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিষয়ে অবগত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মনোনয়ন পত্র সংগ্রহে ও ভোটার তালিকা ক্রটিপূর্ণ থাকায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার বরাবরে গত ২৩ এপ্রিল লিখিত অভিযোগ দেন অত্র বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন তালুকদার বেলাল সহ ৬ জন অভিভাবক সদস্য পদপ্রার্থী। বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুল হান্নান মন্ডলের সাথে কথা বলা হলে, তিনি নির্বাচন স্থগিত বিষয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে কাহালু উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মো. ফরহাদুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, অভিযোগ পাওয়ার পর ভোটার তালিকায় ক্রটি থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
Check Also
রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরি
বগুড়া সংবাদ:নওগাঁর রাণীনগরে কিটনাশক ওষুধের দোকানের মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার …