সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে আওয়ামীলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার ও সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক কবি মোখলেসুর রহমানের (৬০) ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর ১ টার দিকে উপজেলার বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে আদমদীঘি থানা পুলিশ। মৃত মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে। আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতো এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতো। স্থানীয়দের দাবী পারিবারিক কলকের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্তহত্যা করতে পারে। এ দিন দুুপুরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়। এ দিকে একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকায় তেলের ট্রাকের সাথে ধাক্কা লেগে ধীরেন্দ্রনাথ বর্মন (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ধীরেন্দ্রনাথ উপজেলার মুরইর হিন্দু পাড়া এলাকার বিশ্বনাথ বর্মনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-বগুড়া মহাসড়কের মুরইল বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানের (৬০) ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আর অন্য দিকে মুরইল বাজারে সড়ক দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার মরদেহটি উদ্ধার করা হয়েছে।

Check Also

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ

বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *