সর্বশেষ সংবাদ ::

প্রতীক নিতে আসেননি হিরো আলম ,মার্কা তার ডাব

প্রতীক নিতে আসেননি হিরো আলম

বগুড়া সংবাদঃ আশরাফুল ‌হো‌সেন আলম ওরফে হিরো আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকে নির্বাচন করবেন। এটি তার দলীয় প্রতীক। তবে আজ সোমবার প্রতীক বিতরণী দিনে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন কার্যালয়ে তিনি আসেননি। এমনকি তার কোনো প্রতিনিধিও প্রতীক নিতে আসেননি। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ায় এবার মোট সাতটি আসনে ৫৪ জন বৈধ প্রার্থী রয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে বিতরণী কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১২টার দিকে প্রতীক বরাদ্দ দেওয়া শুরু হয়। হিরো আলম বাদে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে সবাই প্রতীক গ্রহণ করেছেন। ফলে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম হিরো আলমের প্রতীক নিজের কাছে রেখে দেন। তিনি জানান, হিরো আলম বা তার কোনো প্রতিনিধি আসেননি। তারা আসলে হিরো আলমের নির্ধারিত ডাব প্রতীক বুঝিয়ে দেওয়া হবে। প্রতীক নেয়ার বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, প্রতীকতো আমার নির্ধারিত আছেই। ওটা পরে নিলেও হবে। আমি ঢাকায় কিছু কাজে ব্যস্ত থাকায় বগুড়া আসতে পারিনি। আগামীকাল আসলে পরশুদিন বুধবার আমার প্রতীক নিব। প্রতীক না নিলেও তিনি ইতিমধ্যে প্রায় ৫০ হাজার পিস পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছেন ছাপাখানা প্রতিষ্ঠানকে। নির্বাচনে বগুড়া-৪ আসনে নৌকার প্রার্থী ছাড়া আর কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন না হিরো আলম। ডাব প্রতীকের এই প্রার্থী বলেন, পুরো মাস পরে আছে। সবাই আগে মাঠ কাঁপানো শুরু করুক। তারপর না হয় আমি মাঠে নামবো। আমার আসনে জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন আছেন। তিনি তো নৌকা প্রতীকে নির্বাচন করবেন। তার সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা। এটা ছাড়া আর কেউ ফ্যাক্টর না। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী-নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

Check Also

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও গাছের চারা বিতরণ

বগুড়া সংবাদ: বগুড়ার ধুনট উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *