বগুড়া সংবাদ : সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়ার কাহালু উপজেলা চত্বরে কুষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা/২৪ইং এর উদ্বোধনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রজাতির বৃক্ষের গাছের চারা বিতরণ ও মেলা স্টল পরিদর্শন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম
তানসেন। বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বনানী খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা (অতিরিক্ত) কৃষি অফিসার মো. মীর কাশিম আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, কাহালু থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই মহিউদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপ-সহকারি কৃষি অফিসার তপন কুমার রায়।
Check Also
শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) নতুন সামাজিক সংগঠনের যাত্রা শুরু
বগুড়া সংবাদ :বগুড়ার শিবগঞ্জে আমাদের প্রয়াস নিরন্তর (আপন) সামাজিক সংগঠনের পথচলার যাত্রা শুরুর শুভ উদ্বোধন …