সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭এপ্রিল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসুন্নাহার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম সিদ্দিকী,অধ্যক্ষ সামছুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, তালোড়া পৌর মেয়র আব্দুল জলিল খন্দকার, দুপচাঁচিয়া পৌরসভার প্যানেল মেয়র ইদ্রিস আলী, তালোড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।

Check Also

কাহালুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান নক-আউট ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ  : সোমবার বিকেলে বগুড়ার কাহালুর বিবিরপুকুর বাজার যুব সমাজের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *