বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘির অন্তাহার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির অন্তাহার গ্রামের মুসল্লিদের সর্ব সম্মতিক্রমে তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। এতে আলহাজ্ব মাহাবুবুর রহমান ফটিককে সভাপতি ও আশিকুজ্জামান ছোটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি পদে ইয়াছিন আলী সরদার, যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম বুলেট, ক্যাশিয়ার আব্দুস সাত্তার, সদস্য পিন্টু প্রামানিক , সুরুজ হোসেন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান মানিক, আসাদুল ইসলাম, মিলন হোসেন। এছাড়া এই কমিটিতে যাদের উপদেষ্টা করা হয়েছে তারা হলেন- ইয়াছিন আলী বাবু, জাহাঙ্গীর আলম, আব্দুল হাই লুলু, আলহাজ্ব মাসুদ রানা ও মাসুদ রানা উজ্জ্বল।
Check Also
বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয়ে ভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ
বগুড়া সংবাদ : বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি পরিচয় দিয়ে বগুড়ার আদমদীঘিতে সরকারি বিভিন্ন ভাতার কার্ড করে …