বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (১৭এপ্রিল) উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন। সকালে উপজেলা পরিষদ প্রাঙণে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, পুলিশ পরিদর্শক মো. নুরুন্নবী, মুক্তিযোদ্ধা কেএম ওবায়দুর রহমান, মকবুল হোসেন, অধ্যক্ষ আব্দুল হাই বারী, শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম। এদিকে দিনটি উপলক্ষ্যে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুরুপ কর্মসূচি পালন করা হয়।
Check Also
নাসির উদ্দীনের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন, নিয়োগ পেলেন যারা
বগুড়া সংবাদ : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন নির্বাচন …