সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় বাংলা নববর্ষ উদযাপিত

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ষ বরণের
উদ্বোধন করা হয়। পরে এক মঙ্গল শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী
কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। শোভাযাত্রা শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Check Also

সান্তাহারে শহীদ জিয়া স্মৃতি শর্ট পিচ টুর্নামেন্টের উদ্বোধন 

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রামবাসীর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি শর্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *