সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বাংলা নববর্ষ পালিত

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে নানা আয়োজনে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালিত হয়েছে। ১৪৩১ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বরণকে ঘিরে উপজেলা প্রশাসন ও আদমদীঘি রেনেসাঁ ক্লাব নতুন বছরকে বরন ও ক্লাবের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় শোভযাত্রা প্রদক্ষিন করে। এছাড়াও উপজেলা প্রশাসন ও রেনেসাঁ ক্লাবের আয়োজনে পৃথক পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা করা হয়। রেনেসাঁ ক্লাবের সভাপতি মিহির কুমার সরকারের সভাপতিত্বে ক্লাব চত্বর চড়কতলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৩৮ বগুড়া-৩ এর সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু প্রমুখ। অপরদিকে উপজেলা চত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা   ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ।

Check Also

রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, বগুড়া সহ ৩ জেলায় সতর্কতা

  বগুড়া সংবাদ : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *