
বগুড়া সংবাদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক রোববার বিকেলে কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ের সামনে অত্র সংগঠনের উদ্দোগে গরীব অসহায় মানুষের মাঝে ইফতারী বিতরণ করা হয়। ইফতারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহজাহান আলী, কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাজেদুল ইসলাম খোকন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মুকিত হায়দার মিশু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক সেলিম, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সবুজ, কাহালু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রুবেল সহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।